Back/lay কি?
- BACK = পক্ষে
- LAY = বিপক্ষে
BACK
কোন টিমের পক্ষে বেট ধরতে চাইলে আপনার ব্যাক নিতে হবে।
LAY
কোন টিমের বিপক্ষে নিতে চাইলে আপনার লে নিতে হবে।
উদাহরণ
ধরুন India vs Pakistan এর খেলা হচ্ছে আপনি India এর পক্ষে বেট করতে চান তাহলে India এর পাশে ২টা অপশন পাবেন back/lay আপনি যদি back এ ধরেন তাহলে India এর পক্ষে বেট ধরা হবে তখন india জিতলে আপনি জিতবেন আর যদি lay তে ধরেন তাহলে India এর বিপক্ষে বেট ধরা হবে সেক্ষেতে India জিতলে আপনি হারবেন।
উদাহরণ
ধরুন Australia vs England এর খেলা হচ্ছে আপনি Australia পক্ষে বেট করতে চান সেক্ষেত্রে আপনি Australia পাশে Back ধরতে পারেন অথবা England এর পাশে Lay অপশনে Australia এর পক্ষে বেট করতে পারবেন, আপনি যদি England এর lay অপশনেও বেট করেন তাহলে Australia এর পক্ষে বেট করা হবে বা Australia এর back অপশনেও Australia এর পক্ষে বেট করতে পারবেন। অর্থাৎ lay হচ্ছে কোন টিমের বিপক্ষে বেট করা